পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত এর পক্ষ থেকে ময়মনসিংহ সদরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের প্রতি ক্ষুদ্র উপহারের সাথে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেছেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা সরকার মোঃ সব্যসাচী।
জেলা যুবলীগ নেতা সরকার মোঃ সব্যসাচী বলেন, ‘ময়মনসিংহের মাটি ও মানুষের আলো-আঁধারের প্রতিশ্রুতিশীল সারথি জননেতা মোহিত উর রহমান শান্ত ভাইয়ের পক্ষ থেকে ময়মনসিংহ সদরের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সাথে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ক্ষুদ্র উপহার দেয়ার চেষ্টা করেছি। পরিকল্পনা আছে, ময়মনসিংহ সদরের প্রতিটি মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের কাছে ক্ষুদ্র উপহার পৌঁছে দেবো। ইতোমধ্যে ৫০ জনের কাছে এ উপহার পৌঁছে দিয়েছি, ইনশাআল্লাহ শিঘ্রীই বাকি সবার কাছে পৌঁছে দেবো।’
মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের কাছে পৌঁছে দেয়া ক্ষুদ্র উপহারের মাঝে ছিলো টুপি, আতর, তসবি ও জায়নামাজ।



ত্রিশালে আপনাদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে